প্রভাবশালী নেতাদের তালিকায় শেখ হাসিনা
Comments are closedযুক্তরাষ্ট্রের সাময়িকী ফরচুনের করা বিশ্বের প্রভাবশালী শীর্ষনেতাদের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহষ্পতিবার সাময়িকীটি ওই তালিকা প্রকাশ করে। রাজনীতি, ব্যবসা,সংস্কৃতিক অঙ্গনে শীর্ষ ৫০ জনের নাম উঠে এসেছে তালিকায়। যার দশম স্থানে রয়েছে শেখ হাসিনার নাম। নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার বিস্তারে ভূমিকা রাখায় তার নাম উঠে এসেছে ওই তালিকায়। তালিকায় প্রথম স্থানে আছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। দ্বিতীয় স্থানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও তৃতীয় স্থানে রয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।