প্রমীলা বিশ্বকাপে বাংলাদেশ
Comments are closedমেয়েদের বিশ্বকাপ টি টোয়েন্টি ২০১৬-তে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বের সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল আসরের টিকেট পেলো লাল-সবুজ জার্সিধারীরা। এরআগে, ২০১৪ সালে স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সকালে ব্যাংককের তের্দথাই ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮৯ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৩ রান করেন ফারজানা হক। জবাবে, টাইগ্রেস স্পিনারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৫বল বাকী থাকতে মাত্র ৫৮ রানে অলআউট হয় তারা। ৪উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রুমানা আহমেদ। আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোযেন্টি বিশ্বকাপের এই আসর, যেখানে স্বাগতিক ভারতসহ র্যাঙ্কিয়ের সেরা ৮ দল সরাসরি অংশ নিচ্ছে। আর ১০ দলের এই টুর্নামেন্টের বাকি ২ দলকে বাছাইপর্ব পার হতে হচ্ছে। এরআগে, গ্রুপ পর্বের খেলায় থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।