প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ: শিক্ষামন্ত্রী
Comments are closedপ্রশ্নপত্র ফাঁস ঠেকাতে অন্য যেকোন বারের তুলনায় সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিকেলে বিজিপ্রেসের সভাকক্ষে আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষার আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, প্রশ্ন ফাঁসের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিভ্রান্তি ছড়াবে তাদেরও আইনের আওতায় আনা হবে। এছাড়া প্রযুক্তির মাধ্যমে প্রশ্ন সরবরাহে বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। জেডিসি পরীক্ষার ফর্ম পূরনের শেষ তারিখ ২৮শে আগস্ট নির্ধারন করা হয়েছে বলে জানান তিনি।