প্রহসনমূলক নির্বাচনের প্রয়োজন নেই: এমাজউদ্দিন
Comments are closedসরকারের নির্দেশে নতুন করে প্রহসনমূলক নির্বাচনের আয়োজন করার কোনো প্রয়োজন নেই-বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা: এমাজউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এর আগেও বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে কারাগারে রেখে প্রহসনমূলক নির্বাচন আয়োজন করেছিল নির্বাচন কমিশন। নতুন করে একই প্রহসন আর করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।একই অনুষ্ঠনে, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, দেশের সব মানুষ এখন অনিরাপদ। তাই কেউ আর এখন সরকারের কাছে বিচার চান না।