প্রিমিয়ার লিগে আজ ম্যানসিটির প্রতিপক্ষ লিভারপুল
Comments are closedইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে বড় দল গুলো। রাত পৌনে ২টায় এমিরটেস স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা আর্সেনালের মুখোমুখি হবে সোয়ানসি সিটি। খেলাটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ফোর। অন্যম্যাচে, রাত ২টায় এনফিল্ডে লিগ টেবিলের চার নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। এই খেলাটি দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ানের পর্দায়। এছাড়া,একই সময় ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়াটফোর্ড। এই খেলাটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস টু।