প্রিমিয়ার লিগে মাঠে নামছে বড়দলগুলো
Comments are closedইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে মাঠে নামবে বড়দলগুলো। সন্ধ্যা পৌনে ছ’টায় চেলসির বিপক্ষে মাঠে নামবে অ্যাস্টন ভিলা । খেলাটি সরাসরি দেখাবে স্টার স্পোটর্স-২। রাত ৮টায় বোর্নমাউথের মুখোমুখি হবে ম্যানসিটি।একই সময়ে আর্সেনালের প্রকিপক্ষ ওয়াটফোর্ড। আর রাত সাড়ে দশটায় টটেনহামের মুখোমুখি হবে লিভারপুল। সবগুলো খেলা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস ২-এর পর্দায়।