ফরিদপুরে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু
Comments are closedব্যাপক আয়োজনের মধ্যেদিয়ে ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা। মেলায় ভারত ও নেপালসহ মোট ৮৪টি স্টল এ বাহারী পন্যের সমাহার নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলায় প্রবেশ মূল্য ১০টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাঁচ বছরের কম বয়সীদের প্রবেশে কোনো টিকেট লাগবে না। মেলাকে ঘিরে ফরিদপুর বাসীর মধ্যে উৎসবের আমেজ বইছে। ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। মেলায় সার্বক্ষনিক নিরাপত্তার জন্য ১০টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হচ্ছে। এছাড়াও পুলিশ কন্ট্রল রুমসহ রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা।