ফাঁসির জন্য মঞ্চ প্রস্তুত, ডাকা হয়েছে জল্লাদকে; কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার
Comments are closedকারা কর্তৃপক্ষ বলছেন, মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের ফাঁসির জন্য মঞ্চ প্রস্তুত। ধোয়া-মোছা শেষে টানানো হয়েছে সামিয়ানা। ফাঁসির মঞ্চের চুনকামও শেষ। এখন রায় কার্যকরের আদেশের অপেক্ষায় রয়েছে কারা কর্তৃপক্ষ। অন্যদিকে, রায় কার্যকর করতে আবারো ডাকা হয়েছে দুই জল্লাদ শাজাহান ও রাজুকে। জল্লাদদের তালিকা থেকে তাদের ডেকেছে কারা কর্তৃপক্ষ। এই দুইজনের পাশাপাশি সাত্তার নামে আরো একজন জল্লাদকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কারা কতৃপক্ষ। এরআগে ২০১৩ সালের ১২ ডিসেম্বর প্রথম যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকরে জল্লাদ ছিলেন শাজাহান। এছাড়াও এরশাদ শিকদার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৫ আসামি ও কাদের মোল্লার ফাঁসি কার্যকরেও জল্লাদ ছিলেন তিনি। অন্যদিকে, ২০১৪ সালের ১২ এপ্রিল কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করেন জল্লাদ রাজু।