ফিরিয়ে আনা হল ১২৫ বাংলাদেশিকে
Comments are closedবঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে পঞ্চম দফায় আজ আরও ১২৫ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও কক্সবাজার ১৭ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রবিউল ইসলাম জানান, ফিরিয়ে আনা নাগরিকদের মধ্যে ৮৬ জনই কক্সবাজারের। বাকীরা বিভিন্ন জেলার বাসিন্দা। উদ্ধারকৃতদের সবরকম সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আই.ও.এম’র বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনির।