ফিলিপাইনে টাইফুন ‘গনির’ আঘাতে ৭ জন নিহত
Comments are closedফিলিপাইনে শক্তিশালী টাইফুন গনির আঘাতে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ২০০ জন। দেশটির উত্তরাঞ্চলে আজ আঘাত হানে গনি। আঘাতের সময় বাতাসে এর গতিবেগ ছিল ঘণ্টায় ১২১ মাইল। আঘাতের পরপরই টাইফুনটি দুর্বল হয়ে পড়ে। তবে আগামীকাল ঝড়টি তাইওয়ানের পূর্বাঞ্চলে এবং পরবর্তীতে জাপানের ওকিনাওয়ার দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।