ফুটপাত খালি করতে সময় বেধে দিলেন উত্তর সিটি মেয়র
Comments are closedআগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন – ডিএনসিসি এলাকায় রাস্তা ও ফুটপাতের জায়গা দখল করে গড়ে ওঠা দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক। তা না হলে মার্চের দশ তারিখের পর ডিএনসিসির ভ্রাম্যমাণ মোবাইল টিম রাস্তায় রাস্তায় ঘুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন মেয়র আনিসুল হক।