ফেইসবুকে যুক্ত হলো অনুভূতি প্রকাশের ৬টি নতুন বাটন
Comments are closedজনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে যুক্ত হলো অনুভূতি প্রকাশের ৬টি নতুন বাটন। ফলে এখন লাইক কিংবা কমেন্টের পাশাপাশি আলাদা বাটনের মাধ্যমে প্রকাশ করা যাবে নিজস্ব অনুভূতির কথা। ফেসবুকে যুক্ত নতুন ৬টি বাটন হলো- লাইক,লাভ, হাহা,ওয়াও,স্যাড এবং অ্যাংরি।