ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে সরকার
Comments are closedফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আজ বৈঠকে বসছেন বাংলাদেশ সরকারের তিনমন্ত্রী। সকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৈঠকে তিনি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকার কথা রয়েছে। একই সঙ্গে ফেইসবুক কর্তৃপক্ষের এশিয়া প্যাসিফিক অঞ্চলের দুইজন প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে বন্ধ থাকার মধ্যে এই আলোচনা হচ্ছে। এর আগে বিভিন্ন বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পাঠানো চিঠিতে সাড়া দিয়ে কর্মকর্তাদের ঢাকা পাঠালো ফেইসবুক কর্তৃপক্ষ।