ফেব্রুয়ারিতে শুরু এশিয়া কাপ টি-টোয়েন্টির বাছাইপর্ব
Comments are closedআগামী বছর ফেব্রুয়ারিতে চার দলের এশিয়া কাপ টি-টোয়েন্টির বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আর বাছাইপর্বের অংশগ্রহন করবে আফগানিস্তান,হংকং,ওমান ও সংযুক্ত আরব আমিরাত।এ ম্যাচগুলো ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাইপর্বের দলগুলোর মধ্য থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি ২০১৬ আসরে খেলার সুযোগ পাবে। এদিকে, বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজন করবে।টুর্নামেন্টের আগের আসরগুলো ৫০ ওভারের হলেও এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ ভারতে ২০১৬ মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।