বগুড়ায় নিহত মুয়াজ্জিনের দাফন সম্পন্ন,মার্কিন রাষ্ট্রদূতের নিন্দা
Comments are closedবগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় নিহত মুয়াজ্জিনের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ভোরে গাইবান্দার গোবিন্দগঞ্জ ও শিবগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস বার্নিকাট ও ব্রিটেনের হাইকমিশনার রবার্ট গিবসন। অন্যদিকে, বাংলাদেশে থাকা নিজেদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। সতর্কবার্তায়, দেশটির অর্থায়নে চলমান প্রকল্পের স্বেচ্ছাসেবকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নিতেও বলা হয়েছে। মসজিদে হামলার বিষয়টিকে অগ্রহণযোগ্য বলছেন সাধারন মানুষেরাও।