বরখাস্ত হলেন জিম্বাবুয়ের ক্রিকেট কোচ, অধিনায়ক
Comments are closedঅবশেষে জিম্বাবুয়ে দলের প্রধান কোচ ডেভ হোয়াটমোর ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে বরখাস্ত করলেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। হোয়াটমোরের জায়গায় সাউথ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনিকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আর দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে গ্রায়েম ক্রেমারকে। পাশাপাশি ভারত সিরিজকে সামনে রেখে সাউথ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, দলের সিনিয়র সদস্যদের সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে, ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব নিয়েছিলেন হোয়াটমোর।