বর্তমান সংসদ পুতুল নাচের নাট্যশালা: টিআইবি
Comments are closedবর্তমান সংসদকে পুতুল নাচের নাট্যশালা বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সকালে সংগঠটির নিজস্ব কার্যালয়ে দশম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশনের সংসদীয় কার্যক্রমের উপর প্রতিবেদন প্রকাশকালে তিনি এ মন্তব্য করেন। এছাড়া সংসদে বাস্তবে কোন বিরোধী দল নেই বলে মন্তব্য করেন টিআইবির এই মুখপাত্র। সংসদকে শক্তিশালী করতে নতুন আরেকটি গ্রহনযোগ্য নির্বাচন উপযোগী হতে পারেও বলে মনে করেন তিনি।