বাংলাওয়াশ করতে মাঠে নামবে টাইগাররা
Comments are closedএক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় আনন্দে ভাসছে পুরো দেশ। এজন্য জাতীয় দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। ভারতকে পরাজিত করে একদিনের ক্রিকেট সিরিজ জয় করায় বাংলাদেশ দলকে সংসদের পক্ষ থেকেও অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রেডিও ধ্বনির পক্ষ থেকেও বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের শুভেচ্ছা। এদিকে, টাইগার দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজের প্রশংসা করছেন খোদ ভারতের সাবেক ক্রিকেটাররা। আর বাংলাওয়াশের লক্ষ নিয়ে আগামী বুধবার ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে টিম টাইগার্স। মিরপুরে হোম অব ক্রিকেটে খেলা শুরু বেলা ৩ টায়।