বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিং এর সঙ্গে জড়িত ৬ জনকে চিহ্নিত করেছে ফিলিপাইন
Comments are closedযুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিং এর সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে চিহ্নিত করেছে ফিলিপাইনের মুদ্রাপাচার প্রতিরোধ কাউন্সিল। চিহ্নিত ৬ জনের মধ্যে ৫ জনই দেশটির রিজেল কমার্শিয়াল ব্যাংকে একাউন্ট রয়েছে। অভিযুক্তরা অর্থ স্থানান্তরের জন্য ফিলিপাইনের মোট চারটি ব্যাংকে থাকা তাদের নিজস্ব একাউন্ট ব্যবহার করেছে। গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় ৮শ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়। এরই মধ্যে শ্রীলঙ্কায় স্থানান্তরিত প্রায় ২শ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এবং বাকি অর্থ উদ্ধারে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের কাছে সাহায্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।