বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটানের মধ্যে বানিজ্যিক যান চলাচল শুরু হতে যাচ্ছে
Comments are closedনতুন বছরের শুরুতেই মোটর ভেহিক্যাল এগ্রিমেন্টের আওতায় বাণিজ্যিকভাবে বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটানের মধ্যে পণ্যবাহী, যাত্রীবাহী ও ব্যক্তিগত যান চলাচল শুরু হবে। এমন আশাবাদ করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এমভিএ’র মোটর শোভযাত্রার বাংলাদেশ পর্বের সমাপ্তি অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। চুক্তির আওতায় পরীক্ষামূলক চলাচলের অংশ হিসেবে ১৫ই নভেম্বর ভারতের ভুবনেশ্বর থেকে শুরু হওয়া এই মোটর শোভযাত্রাটি চট্টগ্রাম ঘুরে জাতীয় স্মৃতিসৌধ হয়ে বেনাপোল দিয়ে আজই কলকাতা ফিরে যাবে। শোভাযাত্রায় ২০টি গাড়িতে ৪ দেশের প্রায় ৮০ জন যাত্রী রয়েছেন।