বাংলা নতুন টাইপফেইস ‘আবির্ভাব’
Comments are closed
আবির্ভাব’ নামে বাংলা ভাষার নতুন একটি টাইপফেইস এনেছে স্টুডিও অ্যারাইভাল।
স্টুডিও অ্যারাইভাল কাজ করে থাকে থ্রি-ডি অ্যানিমেশন আর গ্রাফিক ডিজাইন নিয়ে। মূলত এই প্রতিষ্ঠানের রাহমুর রশিদ হিল্লোল ও তৌহিদুল ইসলাম হিমেল ‘আবির্ভাব’ টাইপফেইস নিয়ে কাজ করেছেন ৮ মাসেরও বেশি ধরে।
‘আবির্ভাব’-এর ডিজাইনার রাহমুর রশিদ হিল্লোল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলজি-এর শিক্ষার্থী। তাদের একটি কোর্সে টাইপফেইস বানানোর প্রজেক্ট দেওয়া হলে অধিকাংশ শিক্ষার্থী পুরোপুরি এটি বানাতে সক্ষম হননি। যার ফলে তাদের মধ্যে এই ধরনের কাজের প্রতি আগ্রহ জন্মায়। পড়াশোনার ফাঁকে কয়েক মাস সময় নিয়ে তারা ‘আবির্ভাব’ বানিয়ে ফেলেন।
হিল্লোল আরও জানান, অভ্র বা বিজয় এর টাইপফেইসগুলো ব্যবহারের জন্য উপযোগী হলেও তার মধ্যেও কিছু বাগ পাওয়া যায়। কিন্তু নতুন এই ‘আবির্ভাব’ সেই বাগগুলোকে তারা যতদূর সম্ভব দূর করার চেষ্টা করেছেন। যদিও তিনি জানান, যে সম্পূর্ণ ভাবে বাগ এড়ানো না গেলেও অভ্র বা বিজয় থেকে ‘অনেকখানি’ বাগ কমিয়ে আনা সম্ভব হয়েছে।
মূলত এই পার্থক্য ছাড়া আর অন্য যে পার্থক্যের কথা তিনি জানান তা হল, এটি দেখতে অভ্র বা বিজয়-এর থেকে ভিন্ন। এর সঙ্গে তিনি এও জানান যে, যদি ভিন্নতা আনার জন্য কারিগরি ফিচারগুলো পরিবর্তন করতে হত, তাহলে এই টাইপফেসটি ব্যবহারের অনুপযোগী হয়ে যেত।
আবির্ভাব আনসি এনকোডেড ফরম্যাটে ৬টি ভার্সনে ফন্টটি উন্মোচন করা হয়। এই টাইপফেইসের ফন্টগুলোর ভার্সনগুলো হচ্ছে লাইট, লাইট ইতালিক, রেগুলার, ইতালিক, বোল্ড ও বোল্ড ইতালিক।
এছাড়াও হিল্লোল জানান, পরবর্তীতে তারা ইউনিকোড ফন্ট আনতে চান যা বের করা ‘একটু জটিল’ এবং ‘সময়সাপেক্ষ’।
সেই সঙ্গে তারা ‘সময়ের স্রোত’ নামের পুরোপুরি নতুন একটি ফন্ট আনবেন যার একটি ডেমো এখনই পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।