বাজেটে তামাকজাত পণ্যে বর্ধিতহারে করারোপের দাবি
Comments are closedআগামী বাজেটে তামাকজাত পণ্যে বর্ধিতহারে করারোপের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যান্টি টোবাকো অ্যালায়েন্সসহ তামাক বিরোধী বেশকিছু সংগঠন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রাক বাজেট আলোচনায় এমন দাবি জানান সংগঠনগুলোর নেতারা। দেশে তামাক আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে বক্তারা বলেন, তামাক পণ্যের ওপর বর্ধিত হারে করারোপ করা হলে এ পণ্যের ব্যবহার কমবে।