বাড্ডায় আগুনে পুড়ল ৩শ ঘর
Comments are closedরাজধানীর মধ্যবাড্ডায় অগ্নিকাণ্ডে তিন শতাধিক বস্তি ঘর পুড়ে গেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। দুপুর পৌনে ১টায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশে। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির একটি ফুচকার দোকান থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরু রাস্তা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ। আগুন নিয়ন্ত্রনে আসার পর ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ। তবে, বস্তিবাসীর ক্ষতিপূরণের কোন আশ্বাস দেননি তিনি।