বান্দরবানে ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ
Comments are closedবান্দরবানের নাইক্ষ্যংছড়ির সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সকালে সদর উপজেলার ঈদগড় ঢালা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।এ ঘটনায় তারা স্বজনদের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। পুলিশ জানায়, ভোরে বান্দরবানের বাইশারির সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব চট্টগ্রাম থেকে চিকিৎসা শেষে তার ছেলে ও এক আত্মীয়কে নিয়ে নাইক্ষ্যংছড়ি ফেরার পথে তাদের মাইক্রোবাসের গতি রোধ করে তাদের অপহরণ করে নিয়ে অপহরণকারীরা । এ ঘটনায় অপহরণকারীদের ধড়তে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।