বাবা-মাকে হত্যার দায়ে ঐশীর ফাঁসি
Comments are closedপুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যার মামলায় মেয়ে ঐশীকে ফাঁসি দিয়েছে আদালত। দুপুরে এ রায় দেন ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ। সেই সঙ্গে ঐশীর দুই বন্ধুর মধ্যে রনিকে দুই বছরের কারাদন্ড ও জনিকে বেকসুর খালাস দেয়া হয়েছে । দীর্ঘ দুই বছর ধরে বিচারকাজ চলার পর দুপুরে এই মামলার রায় ঘোষণা করলো আদালত। বেলা ১১টার দিকে প্রিজনভ্যানে করে ঐশীকে আদালতে নেয়া হয়। যুক্তিতর্কের শুনানি শেষে গত ৪ নভেম্বর রায়ের এ দিন ঠিক করে দিয়েছিলেন ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ।