বার্সেলোনার মুখোমুখি রিয়াল সোসিয়েদাদ
Comments are closedস্প্যানিশ লা লিগায় রাত ৯টায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার বিপক্ষে লড়বে রিয়াল সোসিয়েদাদ।দেখাবে সনি সিক্স এইচ ডি।অন্য ম্যাচে রাত সোয়া ১১টায় অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে এসপানিওলের সঙ্গে।এই খেলাটি সরাসরি দেখাবে সনি কিক্স।