‘বায়োমেট্রেক এর তথ্য সংরক্ষণ করা হবে না’
Comments are closedজাতীয় পরিচয়পত্রে দেয়া তথ্য যাচাইয়ের জন্য মোবাইল ফোনের সিম ও রিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ গ্রহণ করা হলেও সংরক্ষণ করা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল সচিবালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, একটি মহল বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।