বিএনপি-জামায়াত এখন বেছে বেছে গুপ্তহত্যা করছে: প্রধানমন্ত্রী
Comments are closedমানুষ পুড়িয়ে সরকারকে উৎখাত করতে না পেরে বিএনপি-জামায়াত এখন বেছে বেছে গুপ্তহত্যা করছে বলে আবারো অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। বিএনপি-জামায়াত দেশে হত্যা আর ধ্বংস ছাড়া, তারা আর কিছুই জানে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সমাবেশের আগে প্রধানমন্ত্রী, গোপালগঞ্জে পৌছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রেসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বিকেলে কোটালিপাড়ায় আরেকটি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।