বিএনপি নির্বাচন পেছানোর দাবি জানালেও, নির্বাচন কমিশন বলছে, অসম্ভব
Comments are closedশর্ত সাপেক্ষে অংশ নেয়ার ঘোষণা দিয়েই পৌর নির্বাচন ১৫ দিন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি। কিন্তু বিএনপি’র এ দাবি মেনে পৌরসভা নির্বাচন ১৫ দিন পেছনো কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পরিচালক এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, তফসিল অনুযায়ী নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দেশের ২৩৬ পৌরসভায় ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।