বিএনপি নেত্রী চক্রান্ত না করলে দেশ আরও এগুবে : নাসিম
Comments are closedবিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া চক্রান্ত বন্ধ করলে দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার রাতে নীলফামারী সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতে দেশ অনেক এগিয়ে গেছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও ভারত, পাকিস্তান, এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যে স্বাস্থ্য সেবায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। পোলিও ও ম্যালেরিয়ার মতো অনেক রোগকে পরাজিত করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য কারেন স্বাস্থ্যমন্ত্রী।