বিচারহীনতা ও দুর্নীতি না কমলে অপরাধ বাড়বে: মিজান
Comments are closedবিচারহীনতা ও দুর্নীতি থেকে বের হতে না পারলে দেশে হত্যা,ধর্ষণ,নির্যাতনের মত ঘটনা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাজের আলোচনা সভায় তিনি একথা জানান। সভায় উপস্থিতি সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক ড. কাজী খলীকুজ্জামান, পাশবিকতা বন্ধে জনগণকে এগিয়ে আসার আহবান জানান। আর কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খালেক, সাম্প্রতিক সময়ের যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর জন্য মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে দায়ি করেন।