‘বিচারাধীন বিষয়ে সংবাদ প্রচার না করার আহবান’
Comments are closedবিচারাধীন বিষয় নিয়ে একাত্তর টেলিভিশনে সম্প্রচারিত খবর ও আলোচনা অনুষ্ঠানের ভিডিও এবং সেখানে শোনানো দুই বিচারকের কথোপকথনের অডিও টেপ ১৬ই অগাস্টের মধ্যে আপিল বিভাগে দাখিল করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ সকালে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এদিকে, বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচার করা আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।