বিচ্ছিন্ন ঘটনায় সারাদেশে চলছে ২য় দফার ভোটগ্রহণ
Comments are closedকিছু বিচ্ছিন্ন ঘটনায় সারাদেশে চলছে ২য় দফার ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে ৬৩৯টি ইউনিয়ন পরিষদে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় নিযুক্ত রয়েছে র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ প্রায় দেড় লাখ আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া প্রতি উপজেলায় রয়েছেন ৪ জন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্। এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ৩১ জন চেয়ারম্যান পদপ্রার্থী।