বিজিবি’র সদস্যদের আবাসন ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
Comments are closedবর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র জুনিয়র অফিসার ও সৈনিকদের জন্য পিলখানায় আবাসন ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, পিলখানার ভেতরে ২টি ১৫ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৬৯ লাখ টাকা। মন্ত্রী আরও জানান, এছাড়াও বৈঠকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন এবং নৌ পথের নাব্য উন্নয়নে ড্রেজার ও অন্যান্য যন্ত্রপাতি সংগ্রহসহ মোট ৭টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকা। প্রকল্পগুলো সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।