বিজয় দিবসে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আসছে বাংলাদেশে
Comments are closedআগামী ১৬ ডিসেম্বর ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে। ত্রিপুরার রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকায় এক সভায় এ কথা বলেন তিনি। তিনি জানান, কারিগরী বিষয় ঠিক থাকলে ১৬ ডিসেম্বরেই ত্রিপুরা থেকে বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো শুরু হবে। গোমতী জেলার ‘ওটিপিসি পালাটানা’ প্রাকৃতিক গ্যাসভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পের শেয়ার থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির বিষয়টি আগেই চূড়ান্ত হয়েছিল। সম্প্রতি আগরতলায় ত্রিপুরা ও বাংলাদেশের বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের বৈঠকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন বিদ্যুৎ পাঠানো শুরু হবে বলে সিদ্ধান্ত হয়। উভয় দেশের কর্মকর্তাদের এই সিদ্ধান্তে সিলমোহর দিলেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে।