বিদেশী হত্যায় দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে: সুরঞ্জিত
Comments are closedরাজধানীর কূটনৈতিক জোনে ইতালিয় নাগরিক খুন হওয়ায় বহি:বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লিগের উপদেষ্ট্যা মন্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। দুপুরে রাজধানীর ঢাকা রির্পোটাস ইউনিটি মিলোনায়তনে স্বাধীনতা ফোরাম ও আমরা নগরবাসী আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। আইএসএর সংঙ্গে এই ঘটনার কোন সম্পর্ক নেই দাবী করে সুরঞ্জিত বলেন, এই ষড়যন্ত্রের দার সহসাই উম্মচিত হবে।