বিদ্যুৎ উৎপাদনে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা গ্রহণ
Comments are closedসরকার ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫শ ৩৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৪টি নতুন বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। গোপালগঞ্জের কোটালীপাড়ার ৯০টি গ্রামে ৬ হাজার পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময়, কনফারেন্সের মাধ্যমে দেশের ১০টি জেলায় অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।