বিপিএল’র স্বত্ত্ব কেনার প্রস্তাব ইংল্যান্ড সকার লীগের
Comments are closedবাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের স্বত্ত্ব কেনার প্রস্তাব দিয়েছে ইংল্যান্ডের সকার লীগ ইন্টারন্যাশনাল। ঢাকা সফরের তৃতীয় দিন আজ সকার লীগ কর্মকর্তারা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। বৈঠক শেষে কাজী সালাউদ্দিন জানান, ফ্রাঞ্চাইজ লীগসহ পেশাদার লিগের এ স্পন্সরশিপ প্রস্তাব দেশের ফুটবলের জন্য খুবই ইতিবাচক।