বিবিআইএন মৈত্রী মোটর র্যানলি ঢাকায় পৌছাবে আজ
Comments are closedবাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল-বিবিআইএন মৈত্রী মোটর র্যালিটি আজ ঢাকায় পৌছাবে। যাত্রার ১৬তম দিন আজ, চট্টগ্রামে ফ্ল্যাগ অফ হওয়ার পর ২৫৪ কিলোমিটার পথ অতিক্রম করে ঢাকায় পৌঁছোবে দলটি। আগামীকাল ঢাকায় গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেবেন তারা। ডিসেম্বরের প্রথম দিন র্যালির ১৮তম দিন। ঢাকায় ফ্ল্যাগ অফ হয়ে যশোর, বেনাপোল হয়ে কলকাতা পৌঁছাতে ৩২৯ কিলোমিটার দীর্ঘপথ অতিক্রম করবে অংশগ্রহণকারীরা। কলকাতায় ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেমিনার। গত ৪ নভেম্বর ভারতের ওড়িশা প্রদেশে থেকে যাত্রা শুরু হয়। চার দেশের সরকারের সহযোগিতায় র্যালির মূল আয়োজক ভারতের কলিঙ্গ মোটরস। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে ছয়জনের দলটির নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মন্ডল। ভারত ছাড়া বাংলাদেশ, ভুটান ও নেপালের ১৪ জন প্রতিনিধি রয়েছেন এ র্যালিতে। সব মিলিয়ে ৮০ জনের দল ২০টি গাড়ি নিয়ে র্যালি শুরু করে। পাড়ি দেবেন সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ।