‘বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তারা জঙ্গি প্রশিক্ষণে জড়িত’
Comments are closedদেশে জঙ্গিদের প্রশিক্ষক হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সাবেক ও চাকরিচ্যুত কর্মকর্তা জড়িত থাকতে পারেন। দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এসব কর্মকর্তা বাংলাদেশ জিহাদি গ্রুপ নামে নতুন একটি সংগঠনের জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছেন বলেও জানান তিনি। মনিরুল আরও জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে জঙ্গি সংগঠনটির কমান্ডার আসাদুজ্জামান ও অর্থ যোগানদাতা তমালকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা, ব্যাংক ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছেন।