বিভিন্ন স্থান থেকে স্বর্ণের বার উদ্ধার
Comments are closedহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টয়লেট থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। জড়িত সন্দেহে বিমানবন্দর থেকে একজনকে আটক করা হয়। এদিকে, যশোরের বাঘারপাড়া থানায় মামলার আলামত হিসেবে জব্দ করা একটি প্রাইভেট কার থেকে ১১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়রুদ্দিন আহমেদ জানান, গতরাতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন তারা। এ ঘটনায় গাড়ির মালিকসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর একটি মামলার আলামত হিসেবে যশোর-নড়াইল সড়ক থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। এছাড়াও বেনাপোল থেকে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি জানায়, সীমান্ত পথে ভারতে পাচারের জন্য বেনাপোলের পুটখালী গ্রাম থেকে স্বর্ণের বারসহ তৌহিদুর রহমান নামে ওই যুবককে আটক করা হয়।