বিশ্বজুড়ে ভালোবাসা উৎসব
Comments are closedবাংলাদেশের মতো বিশ্বজুড়ে চলছে ভালোবাসার উৎসব। ব্রিটেনে ভালোবাসা দিবসের জন্ম চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীতে। সেখানে ভালোবাসা দিবস নিয়ে উল্লাস একটু বেশিই থাকে। ব্রিটেনের মতো ফ্রান্সের সঙ্গেও জড়িয়ে আছে ভ্যালেন্টাইনস ডে’র জন্মকথা। তাই এখানেও উৎসাহ থাকে অনেক। ভালোবাসা দিবসে কার্ড উপহারের প্রথা শুরু হয়েছে ফ্রান্স থেকে। ইতালিতে আমেরিকার মতো ছুটির দিন থাকে। অনেকটা ‘হ্যালোইন’ আর ‘মাদারস’ ডে’র মতো। কানাডায় ভালোবাসার বিশেষ দিনটি বেশ উৎসাহের সঙ্গেই পালিত হয়। এইদিনে সারাদেশে পার্টির আয়োজন করে স্বামী-স্ত্রীকে, স্ত্রী-স্বামীকে, প্রিয়জন-প্রিয়জনকে ভালোবাসার কথা জানায়। জাপানের মেয়েরা ভ্যালেন্টাই‘স ডেতে চকলেট উপহার দিতে ভীষণ আগ্রহী থাকেন।