বিশ্বের নিরাপদ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম: গ্যালাপ
Comments are closedবিশ্বের নিরাপদ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বলে প্রতিবেদনে প্রকাশ করেছেন ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সংস্থা গ্যালাপ। গ্যালাপের প্রতিবেদনে বলা হয়, ৮৯ পয়েন্ট নিয়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের নাম। এরপরই রয়েছে যথাক্রমে উজবেকিস্তান ও হংকংয়ের নাম। প্রতিবেদনে ৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বিশ্বের নিরাপদ দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার উপরে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এমনকি ফ্রান্সের অবস্থানও বাংলাদেশের নিচে বলে প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে লাইবেরিয়া ও ভেনিজুয়েলা। ২০১৪ সালে ১৪১ দেশের ১ লাখ ৪২ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে গ্যালাপ।