বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আবারও বিল গেটস
Comments are closedআবারও বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় উঠে এসেছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। টানা চতুর্থবারের মতো ধনীদের তালিকায় শীর্ষ অবস্থান দখল করলেন তিনি। ২২ বছরের মধ্যে ১৭ বছরই শীর্ষে ছিলেন বিল গেটস। স্থানীয় সময় মঙ্গলবার এ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস । বিল গেটসের বর্তমান মোট সম্পদের পরিমাণ ৭৫০০ কোটি ডলার। তালিকায় ৬ হাজার ৭০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জারা ফ্যাশনসের কর্ণধার স্পেনের আমানসিও ওর্তেগা। তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট। ৪ হাজার ৪০৬ কোটি ডলার নিয়ে তালিকায় ৬ নম্বরে রয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ।