বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস আজ
Comments are closedবিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস আজ। এ বছর এ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-এ্যাক্রেডিটেশন : এ গ্লোবাল টুল টু সাপোর্ট পাবলিক পলিসি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে প্রচার সামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, বর্ণিল স্যুভেনির এবং পোস্টার প্রকাশ করেছে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড । আয়োজন করা হয়েছে মতবিনিময় সভারও।