বৃষ্টিতে সবজির দাম বাড়তি
Comments are closedবর্ষা অবিরাম ধারার মত কাঁচাবাজারেও বেড়ে চলেছে সবজির দাম। গেল সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়, এই সপ্তাহে তার দাম ৫৫ টাকা। দাম বাড়তির দিকে বেশিরভাগ সবজিরও। বিক্রেতারা এর কারন বলছেন বৃষ্টি আর বন্যাকে। আর ক্রেতারা বলছেন, এভাবে ব্যয় বাড়তে থাকলে আয়ের সঙ্গে মানিয়ে চলা কষ্টসাধ্য হয়ে পড়বে। বাজারে গরুর মাংস কেজি প্রতি ৩৮০ থেকে ৪০০ টাকা। আর ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে। তবে মাছের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া স্বত্তেও এর সুরাহা না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।