বৃষ্টির কারণে বিনোদনকেন্দ্রের ব্যবসায় মন্দা
Comments are closedঈদের আগে থেকে শুরু বৃষ্টি, এখনো পিছু ছাড়েনি রাজধানীবাসীর। বেরসিক বৃষ্টির কারণে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো ও বেড়ানোর পরিকল্পনা তাই ভেস্তে গেছে অনেকের। এতে, অসন্তুষ্ট বিনোদন কেন্দ্রগুলোর মালিকরাও। ঈদে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয় আশানুরূপ দর্শণার্থী সমাগম না হওয়ায় ব্যবসায় মন্দা গেছে তাদের। আবার, যারা ছুটিতে ফাঁকা রাস্তায় রিক্সায় ঘুরেবেড়াতে চান তাদের আনন্দে খলনায়ক হয়ে দাড়িয়েছে বৃষ্টি। ফলে লাভের আশায় গুড়েবালি রিক্সাওয়ালাদের। তবে, বৃষ্টি উপেক্ষা করেই যেসব বাবা-মা সন্তানদের বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গেছিলেন তাদের আনন্দে কোন কমতি ছিল না। রাজধানীবাসীর মত বৃষ্টি বিড়ম্বনায় ঈদ কাটিয়েছেন পুরো দেশের মানুষ।