বৃষ্টি-ঝড়-পাহাড় ধ্স: নিহত আট
Comments are closedমৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে থেমে থেমে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টি রয়েছে। আরও দুইদিন এমন অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাহাড়ি ধস ও পানিতে ডুবে কক্সবাজার ও বান্দরবানে আট জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের মানুষ। ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম,কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে।