বেতন স্কেল ও গ্রেড সমস্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
Comments are closedশিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বলেন, তৃতীয় দিনের মতো আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি। এছাড়া, কর্মবিরতীর পাশাপাশি বেলা ১টা পর্যন্ত নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।