ব্যাংককে এরাওয়ান মন্দির সকলের জন্য উন্মুক্ত
Comments are closedব্যাংককে এরাওয়ান মন্দির জনসাধারণের জন্য আবারও উন্মুক্ত করে দেয়া হয়েছে। সকালে থেকে পুর্নার্থীরা সেখানে ভিড় করছেন। এদিকে, মন্দিরের হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজে থেকে চিহ্নিত এক সন্দেহভাজনকে খুঁজছে থাই কর্তৃপক্ষ। দেশটির পুলিশ জানায়, বোমা বিস্ফোরণের সময় থলে বহনকারী ওই ব্যক্তিকে মন্দিরের পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। সোমবার সন্ধ্যায় ব্যাংককের কেন্দ্রস্থলের শিদলোম এলাকার একটি মন্দিরের কাছে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত হয়। এদের মধ্যে এশিয়ার কয়েকটি দেশের ৯ বিদেশি পর্যটকও রয়েছেন।